গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে চলনবিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসেবন, শব্দদূষণ এবং মা জননী সেতুর উপর দোকান স্থাপন ও যানবাহন পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে বিলসা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ অভিযানে বিলসা চলনবিলে নৌকায় বসে মাদক সেবনের অপরাধে দুই জনকে জেল ও জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও জরিমানা করা হয়। পাশাপাশি অতি উচ্চ মাত্রার শব্দ ব্যবহার করে বিলের পরিবেশ নষ্ট করার দায়ে বিভিন্ন নৌকা থেকে ছয়টি মাইক ও সাউন্ডবক্স জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, চলনবিল একটি অপার সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র। এখানে প্রতিদিন শত শত দর্শনার্থী আসেন। শব্দদূষণ শুধু সামাজিক অশান্তিই সৃষ্টি করছে না, পরিবার ও তরুণ সমাজকেও বিপথে নিয়ে যাচ্ছে। এজন্য সবাইকে সচেতন হয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।