logo- provat bangla
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

চলনবিলে অভিযানে মাদকসেবী দণ্ডিত, সাউন্ডবক্স জব্দ

প্রতিবেদক
রহমত আলী
August 23, 2025 11:05 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে চলনবিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসেবন, শব্দদূষণ এবং মা জননী সেতুর উপর দোকান স্থাপন ও যানবাহন পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে বিলসা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ অভিযানে বিলসা চলনবিলে নৌকায় বসে মাদক সেবনের অপরাধে দুই জনকে জেল ও জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও জরিমানা করা হয়। পাশাপাশি অতি উচ্চ মাত্রার শব্দ ব্যবহার করে বিলের পরিবেশ নষ্ট করার দায়ে বিভিন্ন নৌকা থেকে ছয়টি মাইক ও সাউন্ডবক্স জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, চলনবিল একটি অপার সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র। এখানে প্রতিদিন শত শত দর্শনার্থী আসেন। শব্দদূষণ শুধু সামাজিক অশান্তিই সৃষ্টি করছে না, পরিবার ও তরুণ সমাজকেও বিপথে নিয়ে যাচ্ছে। এজন্য সবাইকে সচেতন হয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ - বাংলাদেশ