logo- provat bangla
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
রহমত আলী
August 20, 2025 10:19 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, পথসভা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে গুরুদাসপুর পৌরশহরের চাঁচকৈড় বাজারের নতুন গরুহাটা এলাকা থেকে শোভাযাত্রা বের করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম আহম্মেদের সভাপতিত্বে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আমজাদ শেখ স্মৃতি গেট সংলগ্ন এলাকায় এসে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য দেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ও মনির হোসেন। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাঙ্গা মোল্লা, সেলিম রেজা, পৌর আহ্বায়ক সালাউদ্দিন কাফিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে শামীম আহম্মেদ বলেন, “বিগত সময়ে রাজপথের আন্দোলনে স্বেচ্ছাসেবক দল গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। দেশের চলমান পরিস্থিতিতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।”

সর্বশেষ - বাংলাদেশ