গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী (ছাত্রদল) বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ শাখার উদ্যোগে কেন্দ্রীয়ভাবে ঘোষিত ৫ই আগস্ট বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে এক জমকালো আনন্দ র্যালি বের হয়ে কলেজ ক্যাম্পাস ও সংলগ্ন এলাকার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কলেজ শাখার সভাপতি মো. তোহা রহমান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, ১নং যুগ্ম সম্পাদক রাহাদ শাহ, প্রচার সম্পাদক ইবনুল বাশারসহ শাখার সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
কলেজ শাখার সভাপতি তোহা রহমান বক্তব্যে বলেন, “৫ই আগস্ট ছাত্রদলের ইতিহাসে একটি স্মরণীয় দিন, যে দিনে আমরা আমাদের সংগ্রামী চেতনাকে পুনরুজ্জীবিত করি স্বৈরাচারের সকল চক্রান্ত মোকাবেলা করে আমরা শিক্ষার্থীদের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ।” তিনি বিশেষভাবে উল্লেখ করেন, “যারা সরকারের পেটুয়া বাহিনীর হাতে শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।”
আলোচনা সভার শেষে ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সকল প্রকার সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে শাখার সকল নেতাকর্মী ও সমর্থকদের অক্লান্ত পরিশ্রম ছিল বলে উল্লেখ করা হয়।