ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে এক নারীর ঘরে সিঁধ কেটে ঢুকে তাকে হাত-পা বেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, অভিযুক্ত ব্যক্তি মোবাইল ফোনে সেই পাশবিক ঘটনার ভিডিও ধারণও করেছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নারী নিজেই পরদিন থানায় মামলা করলে, পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কামাল মাঝিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কামাল মাঝি (৩৫) রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামের বাসিন্দা।
ঘটনা: ৯ জুলাই গভীর রাতে
স্থান: রাজাপুর ইউনিয়ন, ভোলা সদর
অভিযোগ: সিঁধ কেটে ঘরে ঢুকে এক নারীকে জোরপূর্বক ধর্ষণ এবং ভিডিও ধারণ
গ্রেপ্তার: কামাল মাঝি
আইনানুগ ব্যবস্থা: ভিকটিমের দায়ের করা ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার ভিত্তিতে গ্রেপ্তার
এজাহারে উল্লেখ রয়েছে, অভিযুক্ত কামাল মাঝি রাত দেড়টার দিকে অজ্ঞাত সহযোগীদের নিয়ে ঘরে প্রবেশ করে, হাত-পা বেঁধে ধর্ষণ করে এবং ঘটনার ভিডিও তুলে পরে ব্ল্যাকমেইল করতে চায়। পুলিশ মামলার অন্য আসামিদের খুঁজছে।
অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সরকার জানিয়েছেন, কামাল মাঝিকে পশ্চিম ইলিশার চর আনন্দ এলাকা থেকে সোমবার ভোরে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে পাঠানো হবে।