জালাল উদ্দিন, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের দাবিতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. আব্দুল আজিজ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বাবলা তোলা, চিকুর মোড়, সুজার মোড়, কুমারখালী খেয়া ঘাট ও ব্রিজঘাট এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
এসময় গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ওমর আলী শেখ, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির ১নং সদস্য মোহাম্মদ আলী, সাবেক ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হেনা, সাধারণ সম্পাদক শাহিন কাউসার, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সামছুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
লিফলেট বিতরণ শেষে পথসভায় আব্দুল আজিজ বলেন, “বিনাভোটে ক্ষমতায় এসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরে দেশের সম্পদ লুটপাট, সন্ত্রাস, দুর্নীতি ও রাজনৈতিক প্রতিপক্ষ দমনে খুন, গুম এবং মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। বিএনপি জনগণের বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন করবে—এই লক্ষ্যে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।”