জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপন করেছে রাজধানীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী, সংগীত পরিবেশন ও ড্রোন শো’র মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর প্রদর্শিত হয় দুটি প্রামাণ্যচিত্র—‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’ এবং ‘ইউ ফেইল্ড টু কিল আবরার ফাহাদ’। এই চলচ্চিত্রগুলোতে তুলে ধরা হয় ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ, আত্মত্যাগ এবং নিপীড়নের বিরুদ্ধে তাদের সংগঠিত প্রতিরোধ।
চলচ্চিত্রের পর শিল্পী সেজান, তাশফি, সানি এবং র্যাপার কালেক্টিভ ও আর্টসেল পরিবেশন করেন ‘জুলাইয়ের গান’, যা অভ্যুত্থানের স্মৃতি ও শিক্ষার্থীদের প্রতিবাদী চেতনায় আবহমান হয়ে উঠেছে।
সংগীতের পরপরই অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমী ড্রোন শো, যেখানে রাতের আকাশে লেখা ভেসে ওঠে—
- “নাটক কম করো পিও”
- “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”
- “Justice will be served”
এই ড্রোন শো ছিল অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও রাষ্ট্রের প্রতি বিচার দাবি জানানোর এক শক্তিশালী চিত্রভাষ্য।
অনুষ্ঠানে নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ইউআইইউ, ড্যাফোডিল, ইউল্যাব, স্টেট, ইউডা, ইন্ডিপেন্ডেন্ট, ঢাকা ইন্টারন্যাশনাল, প্রাইম এশিয়া, ইউআইটিএসসহ একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবসে অংশ নেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, বিশিষ্টজন ও শহীদ পরিবারের সদস্যরাও।
অনুষ্ঠানের আয়োজকরা বলেন, “জুলাই বিপ্লব শুধু একটি তারিখ নয়, এটি প্রজন্মের আত্মদানের ইতিহাস। আজকের এই আয়োজন তাদের স্মরণ, সম্মান ও সংগ্রামকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস।”
অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।