গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে ডোবা থেকে পাঁচ বছরের শিশু রনকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। সে উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়িবামনগাড়া গ্রামের কৃষক রাসেল মিয়ার ছেলে।
ঘটনার দিন বুধবার সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল রনক। হঠাৎ সে নিখোঁজ হলে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে দুপুরের দিকে তাকে পাশের ডোবা থেকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।
কর্তব্যরত চিকিৎসক জানান, পানিতে ডুবে রনকের মৃত্যু হয়েছে। এদিকে একমাত্র শিশু সন্তানকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন মা মিষ্টি খাতুন।