জুলাই বিপ্লবে শহিদ হওয়া ছাত্রনেতা আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে পিরোজপুর আদালতে কর্মরত এক পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম মাসুদ রেজা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
জানা যায়, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা চলাকালে সহিংসতার ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিও দেখে বুধবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে পিরোজপুর জেলা জজ আদালতের সামনে মাসুদ রেজা শহিদ আবু সাঈদের মাকে নিয়ে কটূক্তি করেন। এতে উত্তেজিত জনতা তাকে ঘিরে ফেলেন এবং প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক জানান, “আবু সাঈদের পরিবার নিয়ে অবমাননাকর মন্তব্য করায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাকে আটক করে। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করি এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ সুপারকে অবহিত করি।”
ওসি রবিউল ইসলাম জানান, পুলিশ সুপার খান মোহাম্মাদ আবু নাসেরের নির্দেশে মাসুদ রেজাকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শহিদ আবু সাঈদ গত ৯ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় পুলিশ ও সরকারি দলের হামলায় নিহত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র এবং জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ছিলেন। তার মৃত্যু জাতীয় রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে।
স্থানীয়রা শহিদের পরিবারের প্রতি সম্মান বজায় রাখতে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।