লক্ষ্মীপুরের রায়পুরে মাদক কেনার টাকা না পেয়ে অজুর সময় পেছন থেকে ধারালো দা দিয়ে নিজ বাবাকে কুপিয়ে হত্যা করেছেন মামুন হোসেন (৩৫)। নিহত হয়রত আলী গাজী (৭৫) স্থানীয়ভাবে একজন ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
রোববার (২৯ জুন) রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে মামুনকে গ্রেপ্তার করে র্যাব। সোমবার (৩০ জুন) সকালে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।
ঘটনার বিবরণ
র্যাব জানায়, ঘটনার দিন ছিল ১১ জুন। ওই রাতে মাদক কেনার জন্য বাবার কাছে টাকা চান মামুন। বৃদ্ধ পিতা টাকা দিতে অস্বীকৃতি জানালে এশার নামাজের আগে অজু করার সময় টিউবওয়েলের কাছে গিয়ে পেছন থেকে কুপিয়ে মারাত্মক জখম করেন মামুন। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের বড় ছেলে নুর হোসেন গাজী (৪১) বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামুনের বিরুদ্ধে অতীত অভিযোগ
র্যাব-১১ জানায়, মামুন পেশাদার মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। এর আগেও একাধিকবার পারিবারিক কলহ ও মাদকের কারণে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। সর্বশেষ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জামিনে ছাড়া পেয়েছিলেন। বাড়িতে ফিরে স্ত্রী ও বাবার সঙ্গে আবারও বাগ্বিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে।
র্যাবের অভিযান ও স্বীকারোক্তি
র্যাব-১১ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে রাজধানী ঢাকার ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন মামুন। পরে তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।