logo- provat bangla
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

তাড়াশে সবুজপাড়ায় আঃ আজিজ মুক্তা’র বাড়ীতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

প্রতিবেদক
Bulbul Bahar
January 18, 2022 6:14 pm
তাড়াশে সবুজপাড়ায় আঃ আজিজ মুক্তা'র বাড়ীতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

তাড়াশে সগুনা ইউনিয়ন এর সবুজ পাড়া গ্রামে মোঃ আঃ আজিজ মু্ক্তা’র বাড়ীতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুড়ির ঘটনা ঘটেছে। ঘটনাটি গতকাল ১৪-০১-২০২২ ইং রোজ শুক্রবার দুপুর ১ঃ০০ ঘটিকার সময়। বাড়িতে কোন লোকজন না থাকায় অপরিচিত দুইজন ব্যাক্তিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখতে পায কিছু লোকজন। পড়ে ঐ অচেনা দুজন ব্যাক্তি শুক্রবার নামাজ এর সময় লোকজনের অনুপস্থিতিতে বাড়ির মধ্যে ঢুকে গেটের তালা ভেঙ্গে তারপর ঘরের দরজার হেক্সিবল এর লক কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। আলমারি ভেঙ্গে পুরাতন একটি ক্যামেরা ও ওয়ারড্রপ ভেঙে নগদ ১,৫০০০০/= টাকা একজোড়া দুল দেরভড়ি সোনার গহনা এবং একটি স্বর্নের আংটি তিন আনা নিয়ে পালিয়ে যায়। পরে সন্ধার সময় বাড়িতে এসে আঃ আজিজ মুক্তা দেখতে পান গেটের লক ভাঙ্গা আর একটু এগিয়ে দেখতে পান ঘরের দরজার লক ভাঙ্গা পরে ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পান আলমারির তালা ভেঙ্গে একটি ক্যামেরা ও ওযারড্রপের লক ভেঙ্গে নগদ ১,৫০০০০/= টাকা ও দেড়ভড়ি সোনার দুল তিন আনা সোনার একটি আংটি নাই। এরপর দ্রুত এলাকাবাসীর মধ্যে খবর ছড়িযে পরে। এলাকাবাসী ঘনাস্থল দেখার জন্য উপচেপরা ভীর জমায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থনায় কোন অভিযোগ দায়ের বা সাধারন ডায়েরী করা হয় নাই।

মোঃ তৌফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ফ্রিডোম নিউজ টুয়েন্টি ফোর

সর্বশেষ - বাংলাদেশ