– নিজস্ব প্রতিবেদক
ঢাকার বনানীতে নয় বছর বয়সী এক পথশিশুকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত আল আমিনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে মহাখালী টিভি গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত আল আমিনকে শনাক্ত ও গ্রেফতার করা হয়।
এর আগে গত রোববার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বনানী থানাধীন মহাখালী কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত কক্ষে শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করায়।
ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন।
ডিএমপি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন ঘটনার সাথে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে। সে মহাখালী বাস টার্মিনাল এলাকায় ভাসমান জীবনযাপন করত এবং মাঝে মাঝে বিভিন্ন পাবলিক বাসে হেলপার হিসেবে কাজ করত।
পুলিশ জানিয়েছে, তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।