গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নাটোর জেলা শাখার উদ্যোগে ২০২৫ সালের কর্মী সম্মেলন ১৯ জুলাই শনিবার সকাল ১০টায় আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, “যত দ্রæত নির্বাচনের তারিখ ঘোষণা হবে, তত দ্রæত জনগণ তার ন্যায্য অধিকার ও গণতন্ত্র ফিরে পাবে।” তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান ‘মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাকির হোসেন রোকন, সদস্য সচিব, জাসাস কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,রহিম নেওয়াজ, আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি। আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব, নাটোর জেলা বিএনপি। জিল্লুর রহমান খাঁন বাবুল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি। মোস্তাফিজুর রহমান শাহীন, যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি। সাইফুল ইসলাম আফতাব, যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি। মোহাম্মদ নাসিম উদ্দিন, সদস্য, নাটোর জেলা বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াহেদ মুরাদ এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের জেলা নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা জাসাস নেতা মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন বাউল শিল্পী ও সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক সরদার।
সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম জোরদার, সাংস্কৃতিক আন্দোলন শক্তিশালী করা ও আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে জাসাসের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হয়। এছাড়াও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে।