মোঃ তৌফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের তাড়াশে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ। ৭ আগষ্ট সন্ধ্যার পর উপজেলার সগুনা ইউনিয়ন থেকে মাদক ব্যবসায়ী ও তালম ইউনিয়ন থেকে পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম’র সার্বিক তত্বাবধানে দায়িত্বপ্রাপ্ত এস আইগন অভিযান পরিচালনা করে তাদের নিকট থাকা ১ কেজি ৫শ গ্রাম শুকনা গাঁজা সহ ধামাইচ ঈশ্বরপুরের মোঃ লুৎফর ফকিরের ছেলে মোঃ রুবেল ফকির (২৯) ও মোঃ হোছেন আলীর স্ত্রী মোছাঃ ছকিনা বেগম (৩০) মাদক ব্যবসায়ীকে এবং গুল্টা গোলাপুর গ্রামের মৃত মফিজ উদ্দিন সরকারের ছেলে মোঃ তায়বর সরকার(৫৭) কে গ্রেফতার করে। এছাড়াও সিআর-১৯১/২২ (সিরাজ) এর ১৩৮ মূলে পলাতক আসামী মাধাইনগর গ্রামের মোঃ সাইফুল মন্ডলের ছেলে মোঃ গোলাম রাব্বী (৩০) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করেছে।