জালাল উদ্দিন, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব, ইতিহাস ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মশিন্দা হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ডিউক, সাবেক পৌর বিএনপির সাধারন সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির পৌর শাখার আহবায়ক দুলাল সরকার, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ।
প্রধান অতিথি আব্দুল আজিজ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব বাস্তবে রূপ দিতে আমরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি।