গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন জেলা প্রশাসক আসমা শাহীন। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক আসমা শাহীন ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামীম ভুইয়া, সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ।
বক্তব্য শেষে প্রধান অতিথি ২৫ জন নারীকে সেলাই মেশিন, ঘর পুড়ে যাওয়া ২০ জনকে ঢেউটিন, ৭ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও এসিসটিভ ডিভাইস বিতরণ করেন। এর আগে উপজেলা চত্বরে বাগানবাড়ি উদ্বোধন, বৃক্ষরোপন ও ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক।