যশোর, ১ জুলাই (বিশেষ প্রতিনিধি): যশোর শহরে একটি নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে শহরের সার্কিট হাউজপাড়ার ইকবাল মঞ্জিলে নির্মাণাধীন বহুতল ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে নির্মাণাধীন ভবনের পঞ্চম তলার কার্নিশ হঠাৎ ভেঙে পড়ে। এ সময় নিচে থাকা দুই প্রকৌশলী ও এক শ্রমিক চাপা পড়েন। উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন:
ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (৩৫)
ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম (বয়স অজানা)
শ্রমিক নুরু মিয়া (৪৫)
তাদের স্থায়ী ঠিকানা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
স্থানীয়দের বক্তব্য
সার্কিট হাউজপাড়ার বাসিন্দা ও জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, “ইকবাল মঞ্জিলের ৬ তলা ভবনের এক পাশের কাজ শেষ হলেও পশ্চিম পাশের নির্মাণকাজ চলছিল। হঠাৎ ৫ম তলার কার্নিশ ভেঙে পড়ায় এ ঘটনা ঘটে।”
ভবনের শ্রমিক মুজিবর রহমান জানান, “কার্নিশ ভেঙে পড়ার শব্দ শুনে আমরা ছুটে গেলে তিনজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পাই।”
প্রশাসনের পদক্ষেপ
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, “ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম পরিদর্শন করেছে। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
নির্মাণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন
এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটায় নির্মাণ খাতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। নির্মাণ শ্রমিক ও প্রকৌশলীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।