ময়মনসিংহ শহরের গুলকিবাড়ি এলাকায় সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে আত্মহত্যা করেছেন রাকিবুল করিম (৫০) নামের এক ব্যক্তি। পুলিশ বলছে, মঙ্গলবার (১ জুলাই) ভোর পাঁচটা থেকে সকাল সাতটার মধ্যে এই দ্বৈত মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়
নিহত নারী রওশন আক্তার (৪২) নেত্রকোনা সদর উপজেলার রাজুর বাজার এলাকার বাসিন্দা। হত্যাকারী রাকিবুল করিম ময়মনসিংহ শহরের সেনবাড়ি এলাকার বাসিন্দা ও মধ্যপ্রাচ্যের ওমানপ্রবাসী ছিলেন। দুজনের ঘরে দুই কন্যাসন্তান রয়েছে।
দাম্পত্য বিরোধের জেরে হত্যাকাণ্ড
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ ২৬ বছরের দাম্পত্য জীবনের পরে ছয় বছর আগে রাকিবুল করিম প্রবাসে যান। এরপর থেকে দাম্পত্য কলহ শুরু হয়। প্রবাসে থাকা অবস্থায় দেড় বছর আগে রওশনকে তালাক দেন তিনি। তবে সম্প্রতি দেশে ফিরে স্ত্রীকে পুনরায় সংসারে ফিরিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু রওশন এতে রাজি হননি।
রাকিবুল গত ২৪ জুন ওমান থেকে দেশে আসেন। মঙ্গলবার ভোরে গুলকিবাড়ি এলাকার বাসায় সাবলেট থাকা রওশনের ঘরে ঢুকে প্রথমে তাকে ছুরিকাঘাতে হত্যা করেন। এ সময় ছোট মেয়ে পাশের ঘরে পালিয়ে যায়। হত্যার পর তিনি ওই বাসার একটি কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মেয়ের চোখের সামনে নির্মম ঘটনা
রওশন আক্তারের এক আত্মীয় রাসেল ইকবাল জানান, রাকিবুল হঠাৎ বাসায় এসে সাবলেট ভাড়াটিয়াদের সহযোগিতায় ভেতরে প্রবেশ করেন। এরপরই সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা ও নিজে আত্মহত্যা করেন।
পুলিশের বক্তব্য
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন,
“পারিবারিক কলহ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল্লাহ আল মামুন জানান,
“রাকিবুল করিম স্ত্রীকে হত্যার পর নিজের জমিজমার দলিলপত্র ছোট মেয়েকে বুঝিয়ে দিয়ে আত্মহত্যা করেন।”