গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে সারাদেশের ন্যায় নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন কর্মসূচী ও স্মারকলিপি প্রদান করেছে কিন্ডার গার্টেনের শিক্ষার্থী ও শিক্ষকরা। সোমবার (২৮ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ওই প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে উপজেলার ৩১টি কিন্ডারগার্টেন ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন- রাজশাহী বিভাগের কিন্ডারগার্টেন সোসাইটির সদস্য সচিব ইয়াকুব আলী, সংগঠনটির নাটোর জেলার সভাপতি এ এইচ এম একরামুল হক, নুর একাডেমির প্রতিষ্ঠাতা মওলানা জামীল আহমাদ, নুরানী কিন্ডারগার্টেন পরিচালক মাওলানা আলমগীর হোসেন, মাস্টার একাডেমির পরিচালক মাসুদ রানা, শিক্ষক আলী আশরাফ প্রমুখ।
মানববন্ধন শেষে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সম্মিলিতভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব আলী এর নিকট স্মারকলিপি প্রদান করেন।#