পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির সময় গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে পুলিশ।
ঘটনাস্থল ও পরিবার সূত্রে জানা যায়, একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে ডাকাতদল ঘরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের এক কক্ষে জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এরপর আলমারির চাবি নিয়ে ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে। একপর্যায়ে বাড়িতে অবস্থানরত প্রবাসী এক গৃহবধূকে অন্য কক্ষে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে ডাকাত সদস্যরা।
ভুক্তভোগীর স্বামী একজন যুক্তরাষ্ট্র প্রবাসী। ঘটনার সময় তিনি দেশে অবস্থান করছিলেন না।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিভিন্ন ধারায় মামলা নেওয়া হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শাকিল ও রাসেল নামের দুই যুবককে আটক করা হয়েছে।
পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন জাহিদ, ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।