logo- provat bangla
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

দুদক কর্মকর্তা সেজে প্রতারণা, চক্রের আরও এক সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক
Bulbul Bahar
June 30, 2025 3:29 pm
দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণায় আরও একজন গ্রেপ্তার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে সোহাগ পাটোয়ারী নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই নিয়ে একদিনের ব্যবধানে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করা হলো।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন: মো. সেলিম (৪০), মো. তরিকুল ইসলাম (৪০), মো. আতিক (৩৮), মো. আব্দুল হাই সোহাগ (৩৫) ও সোহাগ পাটোয়ারী (৪০)।

চলতি মাসের ২৪ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি পোস্ট দুদকের নজরে আসে। বিষয়টি আমলে নিয়ে দুদক পাঁচ সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করে, যার নেতৃত্বে ছিলেন একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

পরে পুলিশ, র‍্যাবসহ অন্যান্য সংস্থার সহায়তায় চক্রটিকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

দুদকের উপ-পরিচালক (গণসংযোগ) আকতারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সনি ডিজিটাল ক্যামেরা, বুম মাইক্রোফোন, সেলফি স্টিক, দুটি পাসপোর্ট, বিভিন্ন গণমাধ্যমের ভুয়া পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড, সোনালী ব্যাংকের চেক বই, ৬টি মোবাইল ও ২৩টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে দুদকের চেয়ারম্যান, মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তার পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে আসছিল।

চক্রটির বিরুদ্ধে শনিবার রমনা মডেল থানায় মামলা (নম্বর: ২১, ২৯/০৬/২০২৫) দায়ের করা হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত