রহমত আলী, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা কলেজের গত ১৭ বছরের অনিয়ম ও দুর্নীতির ক্ষতচিহ্ন মোচন করে প্রতিষ্ঠানটিকে আধুনিক ও গতিশীল করতে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন কলেজ সভাপতি ও নাটোর-৪ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু।
সোমবার (১১ আগস্ট) বিকেল ৫ টার দিকে কলেজ মিলনায়তনে চলনবিল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় কলেজের বর্তমান সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়।
ব্যারিস্টার রঞ্জু বলেন, “প্রয়াত সাবেক এমপি মোজাম্মেল হক সাহেবের প্রতিষ্ঠিত এই কলেজে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও দুর্নীতির ক্ষত এখনও রয়ে গেছে। আমরা কলেজটিকে একটি সুশাসিত ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংস্কার কাজ শুরু করেছি। এ ক্ষেত্রে সাংবাদিক সমাজের নৈতিক সমর্থন ও গণসচেতনতা তৈরি খুবই জরুরি।”
তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের উন্নয়নের অংশীদার হতে চাই। সংসদ সদস্য নির্বাচিত হতেও সাংবাদিক বন্ধুদের সহযোগিতা পেতে চাই, কারণ গণমাধ্যমই পারে সত্যিকারের পরিবর্তন আনতে।”
সভায় কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন, মোছা. রাহেলা খাতুন ও সাবেক কাউন্সিলর সবুজ বিশ্বাস লালনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার রঞ্জু নাটোর জেলা বিএনপির সদস্য এবং সাবেক এমপি মরহুম মোজাম্মেল হকের পুত্র। তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী।