logo- provat bangla
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়ার অনুষ্ঠান

প্রতিবেদক
রহমত আলী
August 15, 2025 11:37 pm

জালাল উদ্দিন, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগষ্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মশিন্দা আলিয়া মাদ্রাসা এলাকায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিএনপি নেতা ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে ও চাঁদ মোহাম্মাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও রাত ৮টার দিকে নাজিরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনেও গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফিরোজ আহাম্মেদ এর সভাপতিত্বে সেখানেও তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার রঞ্জু।

সর্বশেষ রাত সাড়ে ৯টার দিকে ধারাবারিষার দেবদার মোড় দলীয় অফিসেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

প্রধান অতিথির বক্তব্য ব্যারিস্টার রঞ্জু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিষ্ট সরকারের পতন হয়েছে। সামনে জাতীয় নির্বাচন। নাটোর-৪ আসনে ধানের শীষ প্রতীক তাকে দিলে তিনি সকল নেতাকর্মিদের সাথে নিয়ে ধানের শীষের নির্বাচন করে জয়লাভ করে এই আসনটি বিএনপিকে উপহার দিতে পারবেন বলে মনে করেন তিনি।

বক্তব্য শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত