গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে চলনবিলে নৌকা ভ্রমণের নামে অতিমাত্রায় শব্দদূষণ, অশ্লীল নৃত্য ও মাদক সেবন প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৩ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মদ্যপানের দায়ে নাটোরের তেলগুপি গ্রামের সৌরভ সরদার (১৯) ও চক সিংড়া এলাকার নাফু শাহ (২২)-কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়।
এছাড়া বিলের পরিবেশ নষ্টকারী উচ্চ শব্দের কারণে বিভিন্ন নৌকা থেকে ছয়টি সাউন্ডবক্স ও মাইক জব্দ করা হয়। একই সঙ্গে চলনবিল এলাকার ‘মা জননী’ সেতুর ওপর স্থাপিত অস্থায়ী দোকানপাটও উচ্ছেদ করা হয়েছে।
চলনবিল রক্ষা আন্দোলন গুরুদাসপুর শাখার সভাপতি মজিবুর রহমান মজনু প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “বিলের স্বাভাবিক পরিবেশ ও পর্যটনবান্ধব পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত হওয়া প্রয়োজন।”
এ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম ও পুলিশ সদস্যরা।