কুমিল্লার মুরাদনগরে গৃহে ঢুকে এক নারীকে গলায় ছুরি ধরে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনার নিন্দা জানান এবং দায়ীদের কঠোর শাস্তির দাবি জানান।
তিনি লিখেন, “কুমিল্লার মুরাদনগরে একজন নারীর ওপর বর্বর নির্যাতন অত্যন্ত লজ্জাজনক ও মানবতাবিরোধী অপরাধ। এই ঘটনা সভ্য সমাজের জন্য কলঙ্কজনক। অপরাধীদের যেকোনো মূল্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
জামায়াত আমির আরও বলেন, “খুঁটির জোর যারই হোক না কেন, আইন থেকে কেউ যেন পার না পায়। অন্যথায় আমাদের সমাজ ধীরে ধীরে একটি বন্য, অমানবিক সমাজে পরিণত হবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার প্রধান অভিযুক্ত ফজর আলী (৩৮) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। এর আগেই ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে কুমিল্লার মুরাদনগরের বাহেরচর পাচকিত্তা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই রাতে পূজা উপলক্ষে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগে কয়েকজন যুবক ঘরে ঢুকে গলায় ছুরি ধরে এক হিন্দু নারীকে ধর্ষণ করে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
পরে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ভাইরাল হওয়া ৫১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ১০-১২ জন যুবক ওই নারীকে বিবস্ত্র করে মারধর করছে। তিনি বারবার প্রাণভিক্ষা চাইলেও কেউ তাকে রক্ষা করেনি।
ঘটনার তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এই জঘন্য অপরাধে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।